DESCRIPTION
বেরোবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন করা হয়েছে। আজ বুধবার (২০ অক্টোবর, ২০২১) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে গৃহীত কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল (অব.), কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, প্রক্টর মো: গোলাম রব্বানী, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী, ছাত্রউপদেষ্টা মো: নুরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদে বাদ জোহর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ এবং বিশ্বশান্তি ও মানবকল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। এছাড়া পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কেন্দ্রীয় মসজিদের আশপাশে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।