DESCRIPTION
তিনদিন ব্যাপী ই-রিকুইজিশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এ ‘ই-রিকুইজিশন ফর দ্যা অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি, ২০২১) সকাল ১০টায় কবি হেয়াত মামুদ ভবনের ইংলিশ ল্যাংগুয়েজ ল্যাবে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি ভাইস-চ্যান্সেলর বলেন, অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেরোবিকে ডিজিটাল প্রক্রিয়ায় পেপারলেস বিশ্ববিদ্যালয় গড়ার পথে অনেক দূর এগিয়ে নেয়া হয়েছে। ডিজিটাল কার্যক্রম পরিচালনার জন্য ভৌত অবকাঠামোগুলোর সঠিক ব্যবহার জানা ও শেখার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের প্রতি আহবান জানান তিনি। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা দক্ষতা বৃদ্ধি ও সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) এর পরিচালক প্রফেসর ড. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে ই-রিকুইজিশন বিষয়ক বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ভিসি মহোদয়ের একান্ত সচিব (অতিরিক্ত রেজিস্ট্রার, একাডেমিক) মোঃ আমিনুর রহমান। তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বেরোবি একাডেমিক ও প্রশাসনের বিভিন্ন বিভাগ ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণ কর্মশালাটি ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বেরোবিতে চালু হওয়া ই-ফাইলিং সিস্টেম ও ই-রিকুইজিশন সিস্টেম ব্যবহারের বিষয়ে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ও আগ্রহ প্রকাশ করেছে।