DESCRIPTION
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে বেরোবি ভাইস-চ্যান্সেলরের বৃক্ষরোপন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর ক্যাম্পাসে তিনটি বনজ বৃক্ষ রোপন করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। আজ মঙ্গলবার (১৫ জুন, ২০২১) বিকেলে একাডেমিক ভবন-৪ এর পাশে সৌন্দর্যবর্ধক বনজ বৃক্ষ উদাল এর দুইটি চারা এবং একটি ধারমারা বৃক্ষের চারা রোপন করেন।
বৃক্ষরোপন শেষে বেরোবি ভাইস-চ্যান্সেলর বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং ক্যাম্পাসকে আরও সবুজ-শ্যামল রাখতে বৃক্ষরোপন কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে বৃক্ষ রোপনের আহবান জানান তিনি। এসময় তিনি ক্যাম্পাসের সকল বৃক্ষের যত্ন নেয়ারও আহবান জানান। বৃক্ষরোপনের সময় পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুুদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ নুর আলম সিদ্দিক, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আপেল মাহমুদ, দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের পরিচালক মোঃ সানজিদ ইসলাম খান, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক লুবনা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।