DESCRIPTION
একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ডে গতিশীলতার জন্য সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে : বেরোবি উপাচার্য
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ডে গতিশীলতা আনয়নের জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে। আজ সোমবার (২১ জুন, ২০২১) বিকেলে প্রশাসনিক ভবনের সভাকক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনিবার্হী পর্ষদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফিরোজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।