DESCRIPTION
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের একযুগ পূর্তি উদযাপন
নানা কর্মসূচির মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের একযুগ পূর্তি এবং ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে-২০২১ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (১০ নভেম্বর, ২০২১) সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান আমির শরীফসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেন। শেখ রাসেল চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে ক্যাম্পাসের শেখ রাসেল চত্বরে অনাড়ম্বর অনুষ্ঠানে কেক কাটা হয় এবং দিবসটি স্মরণীয় করে রাখতে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। বিকেল ৩টায় ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।