উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

Home / News / উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

DESCRIPTION

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আজ সোমবার (২১ জানুয়ারি ২০১৯) সকাল সাড়ে ১০টায় কবি হেয়াত মামুদ ভবন-এ বিভাগটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বিভাগটির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিভাগটির বিভাগীয় প্রধান মোঃ দেলোয়ার হোসেনসহ বিভাগটির সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবীর, মীর তামান্না ছিদ্দিকা, কুন্তলা চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক ইমরানা বারী এবং বিভাগটির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের এই দিনে বিভাগের সকলের প্রতি আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিভাগটি সার্বিকভাবে সফলতা অর্জন করবে এবং শিক্ষক-শিক্ষার্থীর মেল বন্ধনে একটি অনন্য বিভাগে পরিণত হবে বলে আশা প্রকাশ করছি। পরে তিনি বিভাগের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন’। প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ছাড়াও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় ।