DESCRIPTION
নতুন ইউজিসি চেয়ারম্যানকে বেরোবি ভিসি’র অভিনন্দন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। ভাইস-চ্যান্সেলর তাঁর অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অভিভাবক প্রতিষ্ঠান ইউজিসিতে প্রথিতযশা অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। দেশবরেণ্য একজন অধ্যাপককে ইউজিসি’র চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। ভাইস-চ্যান্সেলর অধ্যাপক কাজী শহীদুল্লাহ’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।