নতুন ইউজিসি চেয়ারম্যানকে বেরোবি ভিসি’র অভিনন্দন

Home / News / নতুন ইউজিসি চেয়ারম্যানকে বেরোবি ভিসি’র অভিনন্দন

DESCRIPTION

নতুন ইউজিসি চেয়ারম্যানকে বেরোবি ভিসি’র অভিনন্দন

 

 

 

 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী  কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। ভাইস-চ্যান্সেলর তাঁর অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অভিভাবক প্রতিষ্ঠান ইউজিসিতে প্রথিতযশা অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। দেশবরেণ্য একজন অধ্যাপককে ইউজিসি’র চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। ভাইস-চ্যান্সেলর অধ্যাপক কাজী শহীদুল্লাহ’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।