DESCRIPTION
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলামকে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডব্লিউসি, পিএসসি (অব.) স্বাক্ষরিত (১০ মার্চ, ২০২১) বুধবার এক আদেশে এই নিয়োগ প্রদান করেন। এই নিয়োগ আদেশ ১০ মার্চ অপরাহ্ন ২০২১ তারিখ থেকে পরবর্তী তিন (০৩) বছরের জন্য কার্যকর হবে।