DESCRIPTION
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
বেরোবি প্রশাসনিক ভবনে নতুন লিফটের আনুষ্ঠানিক উদ্বোধন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর প্রশাসনিক ভবনে চলাচলের জন্য নতুন লিফটের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৪ মার্চ, ২০২১) সকালে প্রশাসনিক ভবনে স্থাপিত লিফটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। এসময় অনলাইনে সংযুক্ত হয়ে বেরোবি ভাইস-চ্যান্সেলর বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে লিফট স্থাপন করার মাধ্যমে ক্যাম্পাসটিকে আধুনিকায়নের পথে আরো একধাপ এগিয়ে নেয়া হলো। তিনি বলেন, পর্যায়ক্রমে অন্যান্য একাডেমিক ভবনেও এধরনের লিফট স্থাপনসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। লিফট স্থাপনের পাশাপাশি এটির যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের আহবান জানান প্রফেসর ডক্টর কলিমউল্লাহ।
লিফট উদ্বোধনের সময় ভিসি মহোদয়ের একান্ত সচিব (অতিরিক্ত রেজিস্ট্রার) মোঃ আমিনুর রহমান, প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার মোঃ আব্দুল হাকিম, আইসিটি সেলের প্রোগ্রামার মোঃ আল ইমরান, প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন (নির্বাহী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব), সহকারী প্রকৌশলী মোঃ শরীফ পাটোয়ারী, কমলেশ চন্দ্র সরকার, শাহরিয়ার আকিফ, মোঃ আহসানুল হাবীব, প্রো-ভিসি মহোদয়ের একান্ত সচিব এস. এইচ. এম ইকবাল, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আরিফুল ইসলাম, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-১) মোঃ শাহীদ আল মামুন, সহকারী নিরাপত্তা কর্মকর্তা আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।