বেরোবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও মার্কেটিং বিভাগ চ্যাম্পিয়ন

Home / News / বেরোবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও মার্কেটিং বিভাগ চ্যাম্পিয়ন

DESCRIPTION

বেরোবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায়
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও মার্কেটিং বিভাগ চ্যাম্পিয়ন

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা আজ উৎসবমূখর পরিবেশে শেষ হয়েছে। ছাত্রদের মাঝে অনুষ্ঠিত চুড়ান্ত খেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং ছাত্রীদের মাঝে অনুষ্ঠিত চুড়ান্ত খেলায় মার্কেটিং বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ শনিবার (০২ এপ্রিল ২০২২)  বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই ২টি চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। ছাত্রদের চুড়ান্ত খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে পরাজিত করে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং ছাত্রীদের চুড়ান্ত খেলায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগকে পরাজিত করে মার্কেটিং বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার এই গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক খন্দকার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপাচার্য বলেন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চা ছাত্রছাত্রীদেরকে নেতিবাচক কর্মকান্ড থেকে বিরত রাখে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক হিসেবে কাজ করে। তিনি শিক্ষার্থীদের মানবিক বিকাশে পড়ালেখার পাশাপাশি এ ধরনের ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহবান জানান।

উল্লেখ্য, গত ২৮ মার্চ থেকে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ২২টি বিভাগ অংশগ্রহণ করে।