বেরোবি ভাইস-চ্যান্সেলর বিএনসিসি’র মেজর পদবীতে ভূষিত

Home / News / বেরোবি ভাইস-চ্যান্সেলর বিএনসিসি’র মেজর পদবীতে ভূষিত

DESCRIPTION

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও ক্যাপ্টেন হতে মেজর পদবীতে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি ২০১৯) ঢাকায় অবস্থিত বিএনসিসি’র সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ভাইস চ্যান্সেলরকে মেজর র‌্যাংক ব্যাজ পড়ানো হয়। বিএনসিসি সদর দপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল বাতেন খান পিএসসি, জি এবং বিএনসিসি’র পরিচালক, প্রশিক্ষণ ও ভর্তি লেঃ কর্ণেল তৌফিক নওশাদ যৌথভাবে বেরোবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ-কে আনুষ্ঠানিকভাবে এই র‌্যাংক ব্যাজ পড়িয়ে দেন। উল্লেখ্য, মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব গত ১৮ নভেম্বর ২০১৮ তারিখে এই আদেশ জারি করেন। উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী এই পদোন্নতি ২রা নভেম্বর ২০১৬ তারিখ হতে কার্যকর বলে বিবেচিত।