স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

Home / News / স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

DESCRIPTION

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০১৯ উপলক্ষে তাঁর প্রতিকৃতিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি ২০১৯) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের পক্ষ থেকে বিশ^বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ার, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও প্রক্টর প্রফেসর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এর প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, শহীদ মুখতার ইলাহী হল প্রভোস্ট জনাব ফেরদৌস রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক মোহাম্মদ রফিউল আজম খান সহকারী প্রক্টর মো: আতিউর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর দিবসটি উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা- এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদে বাদযোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।