এখন থেকেই অধিক পরিশ্রমী হতে হবে: বেরোবি ভাইস-চ্যান্সেলর

Home / News / এখন থেকেই অধিক পরিশ্রমী হতে হবে: বেরোবি ভাইস-চ্যান্সেলর

DESCRIPTION

এখন থেকেই অধিক পরিশ্রমী হতে হবে বললেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। আজ রবিবার (২৪ মার্চ ২০১৯ তারিখে) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইংরেজি বিভাগে সদ্যভর্তিকৃত (প্রথম বর্ষ স্নাতক ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বেরোবি ভাইস-চ্যান্সেলর আরো বলেন, নিজেদের পাঠ্যক্রমে মনযোগী হওয়ার পাশাপাশি নিজেকে ইচ্ছা শক্তিতে বলীয়ান করতে হবে। ইচ্ছা আর পরিশ্রম দিয়ে নিজের লক্ষ্য অর্জন করতে হবে বলেও জানিয়েছেন তিনি। পরে তিনি বিভাগটির নতুন শিক্ষার্থীবৃন্দকে আনুষ্ঠানিকভাবে আইডি কার্ড পড়িয়ে দেন এবং কার্ডটি সার্বক্ষণিক পরিধান করার আহবান জানান। আইডি কার্ড প্রস্তুত কমিটির আহবায়ক ড. মোঃ রশীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগটির সহকারী অধ্যাপক এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক আসিফ আল মতিন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাইবার সেন্টারের পরিচালক মুহাঃ শামসুজ্জামান, সহকারী প্রক্টর মোঃ আব্দুল্লাহ্-আল-মাহবুব, শহীদ মুখতার ইলাহী হল-এর সহকারী প্রভোস্ট মোঃ শামীম হোসেন, বিভাগটির প্রভাষক মোঃ মুশরিফুর জিলানী, ইমরানা বারীসহ কয়েকটি বিভাগে যোগদানকৃত নতুন শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে ব্যাচটির সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এরআগে প্রথম বর্ষ  স্নাতক ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের পরিসংখ্যান, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও গণযোগাযোগ ও সাংবাদিকতা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের আইডি কার্ড বিতরণ সম্পন্ন করা হয়।