বেরোবির নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নুরুজ্জামান খানের যোগদান।

Home / News / বেরোবির নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নুরুজ্জামান খানের যোগদান।

DESCRIPTION

বেরোবির নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নুরুজ্জামান খানের যোগদান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নুরুজ্জামান খান। আজ রবিবার (০৫ সেপ্টেম্বর, ২০২১) তিনি এই পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এসময় তাঁকে  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে দুপুরে ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বেরোবির নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা মোঃ নুরুজ্জামান খান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (০২, সেপ্টেম্বর ২০২১) উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এর নির্দেশে  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তাঁকে এই পদে নিয়োগ প্রদান করেন।