DESCRIPTION
বেরোবি আইকিউএসি এর পরিচালকের দায়িত্বে অধ্যাপক ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়। এই নিয়োগ আদেশ ১২ অক্টোরব ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।