DESCRIPTION
রসায়ন বিভাগের নতুন বিভাগীয় প্রধান এইচ. এম. তারিকুল ইসলাম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর রসায়ন বিভাগে নতুন বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক এইচ. এম. তারিকুল ইসলাম। আজ মঙ্গলবার (২৪ আগস্ট, ২০২১) তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেন। এসময় রসায়ন বিভাগের শিক্ষকবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, সোমবার (২৩ আগস্ট, ২০২১) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এর নির্দেশে রেজিস্ট্রার তাঁকে এই পদে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করেন।