বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর-এর শিক্ষার্থীদের জন্য চলমান লকডাউনে বিশেষ পরিবহন সেবা।

Home / Notice / বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর-এর শিক্ষার্থীদের জন্য চলমান লকডাউনে বিশেষ পরিবহন সেবা।

DESCRIPTION

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চলমান লকডাউনে বিশেষ পরিবহন সেবা।

করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনে রংপুরে অবস্থানরত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ পরিবহন সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহন সেবা পেতে আগ্রহী শিক্ষার্থীদেরকে আগামী শুক্রবার (০৯ জুলাই ২০২১) রাত ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটের (www.brur.ac.bd) গুগল লিংকে তাদের নিজ নিজ তথ্য সংযোজন করতে হবে।
উল্লেখ্য, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছাত্রছাত্রীদের নিজ নিজ বিভাগীয় শহরে পৌছে দেওয়ার উদ্দেশ্যে গাড়ী ছাড়ার
তারিখ ও সময় পরে জানানো হবে।