DESCRIPTION
স্মারক নং-বেরোবি:/রেজি:/বিজ্ঞপ্তি/২০২০/৫৫৪ তারিখ: ১৬/০৬/২০২০খ্রিস্টাব্দ
বিজ্ঞপ্তি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাসজনিত (COVID-19 Pandemic) উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পত্র (ইউজিসি/প্রশা/কোভিড-১৯/২২১/২০২০(১)৩১৫৫,তারিখ:৩০/৭/২০২০) ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা (স্মারক নং: ৩৭.০০.০০০০.০৬১.৯৯.১০৬.১৭.৩৯২,তারিখ:২৯/০৭/২০২০) অনুযায়ী ইতোপূর্বে ঘোষিত সাপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটির(২৩/০৩/২০২০ তারিখ হতে ০৬/০৮/২০২০ তারিখ পর্যন্ত) ধারাবাহিকতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর প্রশাসনিক কার্যক্রম ৩১/০৮/২০২০ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। সেই সাথে ইতোপূর্বে ঘোষিত একাডেমিক কার্যক্রম(ক্লাশ ও পরীক্ষা) এবং আবাসিক হলসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষকগণ অনলাইন ক্লাস বা ডিসটেন্স লার্নিং চালু রাখতে পারবেন।
তবে, বিশ্ববিদ্যালয়ের অতি জরুরি এবং অত্যাবশ্যকীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বিভাগ/দপ্তর/শাখা প্রধানের নির্দেশে নির্দিষ্ট কিছু দপ্তরে সীমিত সংখ্যক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনা পালনীয়:
১. অফিস খোলার পূর্বে অফিস ও সংশ্লিষ্ট ভবনসমূহ পরিস্কার-পরিচ্ছন্ন করতে হবে।
২. গণপরিবহন ব্যবহার না করে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবহার করে অফিসে আসতে হবে।
৩. ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মচারী এবং সন্তান সম্ভবা নারীগণ কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন।
৪. শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারিকৃত ১২ দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
৫. বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মচারীবৃন্দ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করবেন।
৬. মেডিকেল সেন্টারের ডাক্তারগণ জরুরি ও টেলিমেডিসিন সেবা প্রদান করবেন।
৭. জরুরি প্রয়োজন ব্যতীত বহিরাগত কোন ব্যক্তিকে অফিসে প্রবেশ বা অবস্থান না করার জন্য অনুরোধ করা হলো।
কর্মক্ষেত্রে অনুপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্ব স্ব গৃহে অবস্থান করবেন এবং মোবাইল ফোন চালু রাখবেন, যাতে জরুরি প্রয়োজনে কর্মস্থলে উপস্থিত হতে পারেন।
উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে
কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল (অব:)
রেজিস্ট্রার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।