Bangamata Sheikh Fazilatunnesa Mujib Hall
Provost
Mir Tamanna Siddika
Email:hall.sfm@brur.ac.bd
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর শিক্ষার্থীদের প্রথম আবাসিক সুবিধা নিয়ে গৌরবের সঙ্গে যে হলটি যাত্রা শুরু করে সেটি হল শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে বিশ্বববিদ্যালয়ের প্রথম মহিলা হলটির নাম করা হয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
হলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৪ জুলাই ২০১৩ সাল থেকে। হলটি উদ্বোধন করেন তৎকালীন উপাচার্য মহোদয় প্রফেসর এ কে এম নূর-উন-নবী। হলের যাত্রাকালে হলের প্রথম প্রভোস্ট হিসেবে সে সময়ে দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।
হলের মোট আসন সংখ্যা-৩৪৪টি। গণরুম ০১টি যার আসন সংখ্যা ৩৬টি। ০২ আসনের কক্ষ ০৬টি, ০৪ আসনের কক্ষ ৩২টি, ০৮ আসনের কক্ষ ২১টি। আসন বরাদ্দের জন্য বিজ্ঞপ্তি প্রতিটি বিভাগে প্রেরণ করা হয়। এবং শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মেধাস্কোর তৈরি করে হলের গঠণতন্ত্র মিলিয়ে আসন ফাকা থাকার সাপেক্ষে আসন বরাদ্দ দেয়া হয়।
হলে আছে হল অফিস, প্রভোস্টের কার্যালয়, রিডিং রুম, হল গ্রন্থাগার, নামাজ রুম, ডাউনিং ও সততা স্টোর। হল অফিস সকাল ০৯ ঘটিকা থেকে বিকেল ০৫ টা পর্যন্ত পরিচালিত হয়। শিক্ষার্থীরা অফিসে এসে তাদের নাম রেজিস্ট্রারে এন্ট্রি করে, ভাড়ার রশিদ জমা দেয়। অভিযোগ বা কোন সমস্যা থাকলে তা অফিসে জানায় এবং অফিস তা সমাধান করতে চেষ্টা করে।
হলে আছে চমৎকার ‘সততা স্টোর’। সততা স্টোর তালা লাগানো থাকলেও পাশে চাবি ঝুলানো থাকে। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনে এ সততা স্টোর থেকে মালামাল ক্রয় করে। একটি টোকেনে মালামালের নাম এবং টাকার পরিমান লিখে টাকাসহ টোকেনটি একটি বক্সে রাখে। এভাবে সততা স্টোর পরিচালিত হয়।
হলে আছে ডাইনিং যেটি শিক্ষার্থীদের মিল সংখ্যার উপর নির্ভর করে পরিচালিত হয়। জন প্রতি মিল চার্জ ৪০ টাকা যা দিয়ে শিক্ষার্থীরা তিন বেলা খায়।
হলে বিভিন্ন অনুষ্ঠান সমূহ পালন করা হয়। অনুষ্ঠান সমূহ এর মধ্যে আছে ২১ শে ফেব্রæয়ারি, ২৬ শে মার্চ, ১৫ ই আগস্ট, ১৬ ই ডিসেম্বর, পহেলা বৈশাখ, হল সমাপনী ইত্যাদি।
Assistant Provosts
Our Staff Information
- Name : Most. Mahbuba Aktar {ID: }
- Designation : Section Officer, G-1
- Mobile : 01748-131272
- Name : Most. Moriom Nesa {ID: 103}
- Designation : Office ACCOP
- Name : Most. Razia Sultana {ID: 524}
- Designation : Office ACCOP